খুলনার কয়রায় দৈত্যাকৃতির দানব গাড়ির উৎপাতে অতিষ্ঠ জনসাধারন। সারা উপজেলায় অবৈধভাবে দাপিয়ে চলছে এই পন্য পরিবহনের যানটি। স্থানীয় প্রশাসন মাঝেমধ্যে সকল যানবাহনের কাগজপত্র নিরীক্ষার উদ্যোগ নিলেও অবৈধভাবে পরিচালিত টলি নামের যানবাহনটি বন্ধে কোন বাস্তব পদক্ষেপ নেই।
কৃষিকাজের ব্যবহার উপযোগী করে তৈরি এই যন্ত্রটি পন্য পরিবহনের কাজে ব্যবহার করে একদিকে দুর্ঘটনার কবলে ঠেলে দিচ্ছে জনসাধারনকে অন্যদিকে গ্রামীন অবকাঠামো উন্নয়নের জন্য তৈরী করা সড়ক ব্যবস্থাকে সল্পতম সময়ের মধ্যে ধ্বংস করে দিচ্ছে।
জানা গেছে, টলি নামে স্থানীয় ভাবে পরিচিত এইসব যন্ত্র মূলত চাষাবাদের কাজে ব্যবহার উপযোগী করে তৈরি। চাষাবাদের মাঠে চলাচলের এই যন্ত্রটিকে এক শ্রেনীর মুনফা লোভী লোক অতিরিক্ত চাকা সংযোজন করে মিনি ট্রাকের মতো ব্যবহার করছেন দৈত্যাকৃতির ওই যানটি। কয়রা উপজেলায় অন্তত্ব ১০০/১৫০টি এমন যান রয়েছে। দৈত্যাকৃতির যানটির চালকের কোন ধরনের প্রাতিষ্ঠানিক স্বিকৃতি না থাকলেও মুনাফা লোভীদের ছত্রছায়ায় সকল সড়কে ফ্রি-স্টাইলে দাপিয়ে বেড়াচ্ছে। শুধু এটি নয় নছিমন,করিমন যানবহন চলাচলেও দুর্ঘটনা ঘটছে। তা ছাড়া গ্রামীন সড়কের ব্যাপক ক্ষতি করছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কয়রা অফিসের একজন উপ সহকারি প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে জানান, “ওই দানব আকৃতির যান রাস্তায় চলাচলের সময় রাস্তা কাঁপতে থাকে। পাকা রাস্তার বেহাল দশা করেছে এই দৈত্যাকৃতির যান ট্রলি। শিঘ্রই এই দৈত্যাকৃতির যান ট্রলি সড়কে চলাচল নিষিদ্ধ না করলে সরকারের কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্থ হয়ে পরবে”।
ভুক্তভোগীদের অভিযোগ,“বৈধ সড়কে চলাচলকারী অবৈধ ট্রলি গাড়ী বন্ধের জন্য বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি”। অভিযোগ রয়েছে এটি যারা ব্যবহার করছেন তাঁরা সবাই প্রভাবশালী। আবার অধিকাংশ ট্রলি চলছে প্রভাবশালীদের ছত্র-ছায়ায়। কয়রা থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন, রাস্তায় অবৈধভাবে ট্রলি চলাচল বন্ধের বিষয়টি আইনশৃংখলা সভায় আলোচনা করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষে থেকে এটির বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।
সাধারণ মানুষের অভিযোগ, এই যানের দুর্ঘটনায় ইতোমধ্যে প্রাণহানির ঘটনা ঘটেছে এই উপজেলায় তাই এটি বন্ধ করা দরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা বলেন,সড়কে অবৈধভাবে ট্রলি চলাচল করলে তা আটক করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।