বগুড়ার সোনাতলায় পাখি ধরতে গিয়ে ২শিশুর করুন মৃত্যু হয়েছে। যমুনা নদীর পাড়ে পাখি ধরতে গেলে তারা যমুনা নদীতে ডুবে গেলে তাদের সলিল সমাধি হয় ।
শনিবার সন্ধ্যার পর যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের নান্নু মোল্লার ছেলে বাক প্রতিবন্ধী শাকিল হোসেন (১৪) ও একই গ্রামের পুটু মোল্লার ছেলে রুহুল আমিন(১২)।
স্থানীয় সূত্রে জানা গেছে , শনিবার দুপুরে শাকিল ও আমিন যমুনা নদীর পাড়ে মাটির গর্তে লুকিয়ে থাকা পাখি ধরতে যায়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। তাদেরকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার এক পর্যায় স্থানীয়রা দুজনের মরদেহ নদীতে ভাসতে দেখে। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। সোনাতলা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে ।