জামালপুর প্রতিনিধি॥জামালপুরের বকশীগঞ্জে বন্যহাতির আক্রমনে নাজমুল আলম (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারী শনিবার বিকাল পাচঁটার দিকে উপজেলার গারো পাহাড়ের লাউচাপড়া পর্যটন বিনোদন কেন্দ্র এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নাজমূল আলম উপজেলার কামালপুর ইউনিয়নের বৈষ্টমপাড়া গ্রাামের আবুল কালামের ছেলে। সে বকশীগঞ্জ কে ইউ সরকারি কলেজের দ্বিতীয় বর্র্ষের শিক্ষার্থী ছিল।
এলাকাবাসীরা জানায়, গত দুইদিন যাবত উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় একদল বন্যহাতি ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ে অবস্থান করে আসছিল।
ওইদিন বিকালে নাজমূল প্রাইভেট পড়ে পাহাড়ি এলাকা বৈষ্টমপাড়া নিজ ঘরে ফিরছিল। এ সময় লাউচাপড়া পর্যটন বিনোদন কেন্দ্রের পাশ দিয়ে যাওয়ার পথে একদল বণ্যহাতি তাকে আক্রমন করে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে নাজমূল আলম ঘটনাস্থলে নিহত হয়।
এব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ঘটনা স্থল পরিদর্শন করে লাশ উদ্ধারের চেষ্ট চালানো হচ্ছে।