কালিগঞ্জের নলতার ঘোড়াপোতায় প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেণ্টারের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। শনিবার বেলা ১১টায় পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোজাম্মেল হক রাসেল, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আনিছুজ্জামান খোকন, সহ-সভাপতি আলহাজ আব্দুল্যাহ মোড়ল, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবু, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন প্রমুখ।