শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘একুশে স্মৃতি এ্যাওয়ার্ড-২০২০’ পেলেন কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান। শুক্রবার বিকেল ৫ টায় ঢাকা ইকোনমিক রির্পোটার্স মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠাান থেকে তিনি এই পদকে ভূষিত হন। ঢাকা একুশে স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত ‘ভাষা আন্দোলন থেকে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা ‘একুশে স্মৃতি এ্যাওয়ার্ড ২০২০’ সারাদেশ থেকে মোট একুশ জন প্রতিষ্ঠান প্রধানকে এই পদক প্রদান করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন ও আজকের সূর্যোদয় পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোজাম্মেল হক গেদু চাচা’র হাত থেকে গাজী মিজানূর রহমান এ পদক গ্রহণ করেন। তিনি সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিজ্ঞান বিষয়ে নিউজিল্যান্ড থেকে সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করে এসেছেন। তার যোগ্যতা ও পরিশ্রম দিয়ে তিনি বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষার মানোন্নয়নসহ ‘ডিজিটাল ক্যাম্পাস’ এবং ‘ক্লিন ক্যাম্পাস,গ্রীন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার জন্য অঙ্গিকার ব্যক্ত করেন। বর্তমানে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বায়োমেট্রিক হাজিরা সহ সকল প্রকার রেজাল্ট অনলাইনে প্রকাশ করা হয়। তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক এবং হিউম্যান ওয়েলফেয়ার সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এ পদক গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোনায়েম,সহ-সভাপতি ও উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক ও মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, অর্থ সম্পাদক ও ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজোয়ান হারুন, সাংগঠনিক সম্পাদক ও রহমতপুর নবযুগের সহকারী শিক্ষক আফজাল হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। এছাড়াও রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক বাবলা আহমেদ, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক (অবঃ) সনৎ কুমার গাইনসহ সকল সাংবাদিকবৃন্দ গাজী মিজানূর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।