জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প এর আওতায় মুক্তিযোদ্ধাদের বিনোদনের জন্য টেলিভিশন ও অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য কম্পিউটার সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে এলজিইডি’র আয়োজনে কমপ্লেক্স ভবনের হলরুমে উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল এসব সামগ্রী প্রদান করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হাকিম, সাবেক সহকারী কমান্ডার আবদুর রউফ, খান আহছান উল্লাহ, এসএম শাহাদাত হোসেন, কাজী মাহবুবর রহমান মধু, আবদুল গফ্ফার, নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, সদস্য আবদুল গফ্ফার মিন্টু, ওমর ওসমান সজীব, জয়নাল আবেদিন, তৌহিদুর রহমান প্রমুখ।