কালিগঞ্জে ছেলের আঘাতে পিতার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর ঢালী পাড়ায়।
নিহতের নাম সামছুর রহমান ঢালী (৫০)। তিনি শাহপুর গ্রামের মৃত বদর উদ্দিন ঢালীর ছেলে। ঘটনার পর পালিয়ে গেছে ঘাতক ছেলে মিয়ারাজ হোসেন (২৫)।
স্থানীয়রা জানান,পারিবারিক কলহের জের ধরে পিতা ও ছেলের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে মারামারির সূত্রপাত হয়। এ সময় ছেলে মিয়ারাজ হোসেন পিতা সামছুর রহমানের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মাথায় আঘাতের চিহৃ রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতককে আটকের চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।