সাতক্ষীরা জেলার ইউনিয়ন পর্যায়ে ২০১০ সালে কাজের মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে বিবেচিত হন। আবারও সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে তালা সরুলিয়া ইউপির চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান আগামী ১১ই ফেব্রুয়ারী স্থানীয় সরকার বিভাগের আর্থিক সহযোগিতায় খুলনা বিভাগ হতে ১০ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমন্ময়ে অফিস পরিচালনা ও প্রকল্প বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহণ করবেন। একই সাথে খুলনা বিভাগ হতে ১০ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান ১০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সস্মেলনে অংশ নেবেন। গত ৩রা জানুয়ারী স্থানীয় সরকার শাখা খুলনা বিভাগের এক আদেশে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে আগামী ১১ ফেব্রুয়ারী সকাল ৯টা হতে দিনব্যাপী ফকিরহাট ও বাগেরহাট এর সস্মেলন কক্ষে অফিস পরিচালনা ও প্রকল্প শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হবে। এ ছাড়া তিনি ২০০৯ সালে বাংলাদেশ জনসংখ্যা নীতির উপর ও এলজি এসপি এলআইসি কাজের মূল্যায়নে জেলার শেষ্ঠ চেয়ারম্যান হিসাবে বিবেচিত হয়েছিলেন। চেয়ারম্যান মতিয়ার রহমান সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বার বার নির্বাচিত সভাপতি ও সরুলিয়ার ইউপি হতে চার চার বার নির্বাচিত চেয়ারম্যান। তিনি বলেন কপোতাক্ষ নদের ধারে নিচু জায়গা ভরাট করে ২০১৭ সালের ১লা অক্টোবর ততকালীন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহীউদ্দীন জাক-জমকপূর্ণ পরিবেশে নীলিমা ইকো পার্ক উদ্বোধন করেন। পার্কটি বর্তমানে জনসাধারনের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন এলাকাথেকে জনসাধারন পার্কটি দেখার জন্য ছুটে আসে। তিনি আরো বলেন কপোতাক্ষ নদের দুধারে প্রায় ১২হাজার তাল বীজ ও ৪হাজার ৫শ নারিকেল গাজ সহ বিভিন্ন প্রজাতির সবুজ বনায়নে সুসজ্জিত করা হয়েছে। তিনি পার্কটিকে পূর্নাঙ্গ পার্কে রুপদানে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।