নওগাঁর মান্দা উপজেলার মশিদপুর নিভৃত পল্লীতে হয়ে গেল বই মেলা। শনিবার সকাল ১০টায় এ বই মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যক নাজিব ওয়াদুদ। গ্রামীণ পরিবেশে ‘মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি’ আয়োজিত এ মেলায় সববয়সী মানুষের উপচে পড়া ভিড় ছিল লক্ষ্যণীয়। দিনব্যাপি এ মেলায় দুইটি বইয়ের দোকান বসানো হয়েছিল।
বই মেলা উপলক্ষে সমিতি চত্বরে চিত্র প্রদর্শনী, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান, চিত্রাঙ্কণ, কবিতা ও ছড়া, উপস্থিত বক্তব্য এবং কৌতুক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকেলে মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি সহকারি প্রকৌশলী মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন। বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক ও সংবাদ পাঠক আব্দুর রোকন মাসুমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সাজ্জাদ বকুল, কালীগ্রাম শাহ্ কৃষি তথ্য ও পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ, কবি ও ছড়াকার টিপু সুলতান, লেখক ও গল্পকার মিজানুর রহমান, দৈনিক জনকণ্ঠ রাজশাহীর স্টাফ রিপোর্টার মামুন-অর-রশিদ, কবি ও গবেষক আয়নাল হক, গীতিকার সানারুল ইসলাম বাহার, কথাসাহিত্যক আশরাফুল ইসলাম নয়ন, মজিদপুর শিক্ষা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
শেষে নওগাঁর মান্দা ও নিয়ামতপুর এবং রাজশাহীর তানোর উপজেলার পাঁচটি ইউনিয়নের ২০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ইমাজ উদ্দিন মেমোরিয়াল বৃত্তি প্রদান করা হয়।