ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় শুক্রবার সকাল থেকে দুপুর অবধি এক অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল ও সরকারি খাল দখল করে অবৈধভাবে নির্মিত দোকানসহ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও জনপথ বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী,থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস এর বিশেষ টিম অংশগ্রহণ করে। ওই অভিযানের খবর উপজেলায় ছড়িয়ে পড়লে অবৈধখাল দখলদারগনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভোলা সড়ক ও জনপথ বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী মোঃ রাসেল সার্ভেয়ার আবদুল রাজ্জাক জানান, অবৈধ দখলদাররা দীর্ঘদিন যাবত সড়ক ও জনপথ বিভাগের জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছেন। সরকারি জমি দখলমুক্ত করার জন্য যার যার অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ইতোমধ্যে মাইকিং করা হয়েছে।যথাসময়ে অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় শুক্রবার উপজেলার কুঞ্জের হাট ও মনিরাম বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে ৫৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে তারা জানান।
অপরদিকে মনিরাম বাজারের একটি মহল খাল দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করছেন।যার কারণে পানি প্রবাহ বন্ধ থাকায় শুকিয়ে যাচ্ছে খালটি। আজকের অভিযানে ওই সমস্ত দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ বশির গাজী জানান,অভিযান অব্যাহত থাকবে।