মুলাদী উপজেলার চরকালেখান আদর্শ অনার্স কলেজ, চরকালেখান নেছারিয়া কামিল মাদরাসা, চরকালেখান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়, ৩৫নং চরকালেখান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা বাজার, এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জমশেদ নগরের প্রতিষ্ঠাতা ও জমি দাতা মরহুম আলহাজ্ব জমশেদ আলী তালুকদারের স্মরণে শনিবার সকাল ১০টায় চরকালেখান কলেজ ও চরকালেখান হাই স্কুল মাঠে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মরহুম আলহাজ্ব জমশেদ আলী তালুকদারের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৃত্যু বার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও চরকালেখান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান উদ্যাপন কমিটির সদস্য আব্দুর রব আকন ও প্রভাষক সামছুল ইসলামের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, চরকালেখান আদর্শ কলেজের গভর্নিং বডির সদস্য ও ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাজ্বী মোঃ মোহসীন উদ্দীন খান, চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ কবির হোসেন খান, চরকালেখান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, চরকালেখান নেছারিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. জি.এম রফিকুল ইসলাম, চরকালেখান আদর্শ কলেজ গভর্নিং বডির সদস্য সাবেক প্রধান শিক্ষক আলাউদ্দীন জমাদার, সহকারী শিক্ষক আব্দুল খালেক। এসময় উপস্থিত ছিলেন চরকালেখান কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য দেলোয়ার হোসেন তালুকদার, চরকালেখান নেছারিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওঃ একেএম ফজলুল হক, চরকালেখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাহিদ হোসেন দিদার তালুকদার, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্যাদা, বন ও পরিবেশ অধিদপ্তরে উপ-পরিদর্শক মকবুল হোসেন, আ’লীগ নেতা জানে আলম মৃধা, সমাজসেবক মৌলভী আলী আহমেদসহ কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাববকবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। স্মরণ সভায় বক্তারা বলেন মরহুম আলহাজ্ব জমশেদ আলী তালুকদার চরকালেখান ইউনিয়নে আলো ছড়ানোর লক্ষে একই ক্যাম্পাসে স্কুল, কলেজ, মাদরাসা প্রতিষ্ঠা করে শিক্ষা বঞ্চিত মানুষকে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছেন কিন্তু নিজের জন্য কিছুই করেননি। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান প্রজন্মকে গড়ে উঠতে হবে এবং সমাজ ও দেশের জন্য নিস্বার্থ ভাবে কাজ করার আহ্বান জানান।