বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মহিলা কলেজে তিন দিন ব্যাপী রোভার্স সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার জেলা স্কউটস এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে আদমদীঘি উপজেলার ছয়টি কলেজ অংশ গ্রহন করে। অংশ গ্রহনকারি কলেজ গুলোর মধ্যে ছিল, সান্তাহার মহিলা কলেজ, সান্তাহার সরকারি কলেজ, সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজ, সান্তাহার কারিগরি কলেজ, আদমদীঘি হাজি তাছের উদ্দীন মহিলা কলেজ ও নশপুর ডিগ্রী কলেজ । গত বুধবার থেকে শুরু হওয়া রোভার্স সমাবেশ তাবু জলসা ও দীক্ষা গ্রহনের মাধ্যমে শুক্রবার রাতে শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কোর্স পরিচালক অধ্যক্ষ আসাদুল হক, বগুড়া জেলা স্কাউটের সম্পাদক এমদাদুল হক, লিডার ট্রেনার ফজলে রাব্বী, আব্দুল ওয়াহেদ, নিলুফা ইয়াসমীন, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাসেম, সান্তাহার মহিলা কলেজে অধ্যক্ষ শাহানাজ পারভীন, সাংবাদিক খায়রুল ইসলাম প্রমূখ। সমাবেশে ছয়টি কলেজের মোট ৭২ জন রোভার্স অংশ গ্রহন করেন ।