রাজশাহীর বাঘায় ওয়ারেন্টভূক্ত ৩ আসামীকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার আলাইপুর গ্রামের থাকচার আলীর ছেলে মিজানুর রহমান, আড়ানী দিয়াপাড়া গ্রামের সিরাজ আলীর ছেলে ইয়ারুল ইসলাম ও বাজুবাঘা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিজানুর রহমান স্বপন। তারা অর্থ আতœসাত মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বলে থানা সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ওসি নজরুল ইসলাম বলেন, তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।