নোয়াখালীর সেনবাগে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার সময় কলেজের “বীর বিক্রম” শহীদ তরীক উল্লা অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ শংকর চন্দ্র দে’র সভাপতিত্বে ও শিক্ষক মোঃ রাশেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান মেহমান ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও গর্ভানিং বডির সভাপতি, মেঘনা ব্যাংকের রিক্স মেনেজমেন্ট পরিষদ ও সানজী গ্রুপের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিক। বিশেষ মেহমান এন.এস.আই’র নোয়াখালী প্রধান এবিএম ফারুক, যৌতুক প্রতিরোধ বিক্ষোভ বাংলাদেশের মহাসচিব বেলাল হোসাইন ফতেহপুরী,অজুনতলা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওহাব, কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিন উল্লাহ, নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, ডাঃ আবুল কালাম, কলেজের শিক্ষক মোতাহার হোসেন রাকিব, নুরুল আলম সবুজ, অভিভাবক ইয়াসমিন, কর্মী জয়নাল আবদিন, শিক্ষার্থী শাবান মরিয়াম। আলোচনা শেষে কীর্তিমান্ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।