বগুড়া ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের বড়কোল এলাকার নির্জন মাঠে পাওয়া পোড়া লাশের পরিচয় শনাক্ত ও তাকে নির্মমভাবে পুড়িয়ে মারার ঘটনার রহস্য উদঘাটন এবং ঘাতকদের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিচয় উদঘাটন হওয়া ব্যক্তির নাম সেলিম প্রামানিক (৩২)। তার বাবার নাম কফির উদ্দিন। অপরদিকে গ্রেফতারকৃত ঘাতকরা হল রুপালী বেগম (২৫) ও তার বাবা আবদুর রহমান।
পেশায় রং মিস্ত্রি নিহত সেলিম ও রুপালীদের বাড়ি দুপচাঁচিয়ার খিদিরপাড়া গ্রামে। তারা পরষ্পর পূর্ব পরিচিত। শনিবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভ’ঁঞা তার কনফারেন্স কক্ষে এক সংবাদ ব্রিফিং এ’ এই রহস্য উদঘাটনের লিখিত বিবরণ দিয়ে জানান, একই এলাকার বাসিন্দা হওয়ায় সেলিম ও রুপালী পুর্বপরিচিত এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে ঘটনা চক্রে তাদের দু’জনেরই অন্যত্র বিবাহ হলেও দু’জনের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ অব্যাহত ছিল। দেড় বছর আগে রুপালীর স্বামী সৌদী আরবে গেলে দুজনের ঘনিষ্ঠতা ফের বাড়ে ,গোপনে দৈহিক সম্পর্কও হয়। সম্প্রতি সেলিম রুপালীকে বিয়ের প্রস্তাব দিলে রুপালী তাতে অসম্মতি জানায় সে। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম রুপালীর সাথে তার দৈহিক সম্পর্কের সময় মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও চিত্র রুপালীর প্রবাসী স্বামীর মোবাইলে পাঠিয়ে দেয়।
এতে ক্ষিপ্ত হয় রুপালীর পরিবার। পরে রুপালী ও তার বাবা সেলিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা মত গত ৪ ফেব্রুয়ারী রাতে রুপালী মোবাইল ফোনে সেলিমকে গোপনে পালিয়ে বিয়ে করার কথা বলে নিজের কাছে ডেকে নেয়। এরপর রাতে ভ্যান যোগে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বেরুজ গ্রামে যাওয়ার কথা বলে রওয়ানা দিয়ে বড়কোল এলাকার নির্জন মাঠে গিয়ে রুপালী তার বাবা ও অপর ৩ ভাড়াটে খুনির হাতে সোপর্দ করে বাসায় ফিরে যায়।
এরপর খুনিরা নির্জন মাঠে সেলিমকে বেঁধে তার মুখ স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে গলা কেটে মেরে ফেলে। এরপর তার গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়ে লাশ পুড়িয়ে ফেলে। লাশ পোড়ানোর আগে সেলিমের মোবাইল ফোন সহ জিনিসপত্র তার বুকের ওপর রেখে দেয় যাতে সব প্রমান মুছে যায়। এ ছাড়া সেলিমের ডেড বডির কাছে কনডমের প্যাকেটও ফেলে রাখা হয়, যাতে ঘটনার মোড় অন্যদিকে প্রবাহিত হয়।
মাঝরাতেই হত্যা মিশন শেষ করে ঘাতকরা নিজ নিজ বাড়িতে ফিরে যায়। পরদিন ৫ ফেব্রুয়ারী দুপুরে নিহত সেলিমের পোড়া দেহ পাওয়া গেলেও তখন কেউ তাকে চিনতে পারেনি। তবে সরেজমীনে ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়ার পুলিশ সুপার ডিবিকে হত্যা রহস্য উদঘাটনের জন্য দিক নির্দেশনা দিয়ে কঠোর নির্দেশ দিলে ইন্সপেক্টর আসলাম আলীর নের্তৃতে ডিবির একটি চৌকস তদন্তকারী টিম দ্রুততম সময়ে হত্যা রহস্য উদঘাটন এবং প্রধান ২ আসামি মেয়ে বাবাকে গ্রেফতার করে। পুলিশ বাকি আসামীদের ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানান হয়েছে।এছাড়া নিহত সেলিমের বাবা কফির উদ্দিন দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
এসময় পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার আবদুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার সনাতণ চক্রবর্তী ,এএসপি রাজিউর রহমান,ডিবি ইন্সপেক্টর আসলাম আলী, বিশেষ শাখার ইন্সপেক্টর আশিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ম্যানেরা উপস্থিত ছিলেন। শেষ খবর পর্যন্ত গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার মাধ্যমে ১০দিনের রিমান্ড জানানো হচ্ছিল।