০৮ ফেব্রুয়ারী বকশীগঞ্জ জুট মিল গেইটে ঘন্টাব্যাপি এই মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গত ০২ বছর যাবৎ বকশীগঞ্জের এই জুট মিলটি বন্ধ থাকায় নারী পুরুষ এই এলাকার ৬ হাজার শ্রমিক কর্মচারী বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। ঐ মিলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবুল চিশতি এবং এমডি রাশেদ চিশতি দীর্ঘদিন জেল হাজতে থাকা কর্মচাঞ্চল্য এই জুট মিলটি অর্থের অভাবে বন্ধ হয়ে যায়। বেকার হয়ে পরে হাজার হাজার শ্রমিক কর্মচারী। তাই শ্রমিকদের দাবী বন্ধ জুট মিলটি খুলে দেওয়ার বিকল্প হিসেবে মিল মালিকদের অবলিম্বে মুক্তি দানের জন্য মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হস্তক্ষেপ কামনা করছেন বেকার শ্রমিক পরিবারগুলো। শ্রমিক কল্যাণ পরিষদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করে একাত্বতা ঘোষনা করে স্থানীয় মুক্তিযোদ্ধারা। এ সময় বক্তব্য রাখেন জামালপুর জেলা মুক্তিযোদ্ধার সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার সুজায়েত আলী, বকশীগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার মফিজ উদ্দিন, নওশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, শ্রমিক নেতা ফরহাদ, লুৎফর, রুবিনা, ইয়াছমিন প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে বকশীগঞ্জ জুট মিলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতি ও মিলের এমডি ব্যরিষ্টার রাশেদুল হক চিশতি’র মুক্তির দাবী জানিয়ে বন্ধ জুট মিলটি খোলে দেওয়ার জোড় দাবী জানিয়েছেন।