দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা শনিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি। সভায় কমিটির সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আবদুল গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম, কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল লতিফ, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবদুল মাবুদ গাজী, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডাঃ বিপ্লব মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটুসহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কমিটির সভাপতি বর্তমান সরকারের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌছাতে যে সকল উন্নয়ন করে চলেছে সেগুলো সম্পর্কে সকলকে জানাতে গ্রামে গ্রামে মা সমাবেশসহ বিভিন্ন প্রচারমুখী কাজ করার আহবান জানান। এ ছাড়া হাসপাতালে সাধারন মানুষ যেন সুচিকিৎসা পায় সেজন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে নির্দেশনা দেন।