বগুড়ার শেরপুরে ২০১৯-২০ অর্থ বছরে অতিরিক্ত কোঠায় ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২ হাজার ৫ শত ৬৪ জনকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা প্রদান করবে সমাজসেবা অধিদপ্তর। আর এই ভাতা গুলো ফেয়ারভাবে বন্টক করা হবে বলেন আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ ও সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হক ।
শেরপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এর মধ্যে ইউনিয়নে প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী কুসুম্বী ইউনিয়নে বয়স্ক ভাতা ৮২, বিধবা ভাতা ৬৫, প্রতিবন্ধি ভাতা ৯১, গাড়িদহ ইউনিয়নে বয়স্কভাতা ১০২, বিধবাভাতা ৬৫, প্রতিবন্ধিভাতা ৭৫, খামারকান্দি ইউনিয়নে বয়স্কভাতা ৬২, বিধবাভাতা ৬৫, প্রতিবন্ধিভাতা ১২০, খানপুর ইউনিয়নে বয়স্কভাতা ৭৬, বিধবাভাতা ৬৫, প্রতিবন্ধি ১০৫, মির্জাপুর ও শাহবন্দেগী ইউনিয়নে বয়স্কভাতা ১২৬, বিধাব ৬৫ (বরাদ্দ বিভাজন হয়নি), প্রতিবন্ধি ৯০, শাহবন্দেগী ইউনিয়নে প্রতিবন্ধিভাতা ১৬৪, বিশালপুর ইউনিয়নে বয়স্কভাতা ৭২, বিধাব ৬৫, প্রতিবন্ধি ১২৭, ভবানীপুর ইউনিয়নে বয়স্কভাতা ৬৮, বিধাবভাতা ৬৫, প্রতিবন্ধি ৮৯, সীমাবাড়ি ইউনিয়নে বয়স্কভাতা ৬৬, বিধবাভাতা ৬৫, প্রতিবন্ধিভাতা ৬২, সুঝাট ইউনিয়নে বয়স্কভাতা ৭২, বিধবাভাতা, ৬৫, প্রতিবন্ধিভাতা ১৫০ ও শেরপুর পৌরসভায় বয়স্কভাতা ৮৫, বিধবাভাতা ৬৫, প্রতিবন্ধিভাতা ৩০ জনকে নির্ধারণ করা হয়েছে। ওই ভাতাভোগীদের উন্মুক্ত পদ্ধতিতে নির্বাচন করতে কুসুম্বী ৯ ফেব্রুয়ারি রোববার, গাড়িদহ ১০ ফেব্রুয়ারি সোমবার, খামারকান্দি ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার, খানপুর ১২ ফেব্রুয়ারি বুধবার, মির্জাপুর ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বিশালপুর ১৭ ফেব্রুয়ারি সোমবার, ভবানীপুর ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার, সীমাবাড়ি ১৯ ফেব্রুয়ারি বুধবার, শাহবন্দেগী ২৩ ফেব্রুয়ারি রোববার, সুঘাট ২৪ ফেব্রুয়ারি সোমবারে স্ব স্ব ইউনিয়ন পরিষদ চত্বরে এবং পৌরসভায় ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০ টায় ভাতাভোগিদের বাছাই করা হবে।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওবায়দুল হক বলেন, বিভাগীয় নির্দেশনা ও উপজেলা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুসারে ২০১৯-২০ অর্থ বছরে অতিরিক্ত কোঠায় বরাদ্দপ্রাপ্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের নির্বাচন করার জন্য স্ব স্ব ইউনিয়ন ও পৗরসভার কর্তৃপক্ষদের ঢোলশহরত ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার করার কথা বলা হয়েছে। এছাড়াও সমাজসেবা অধিদপ্তর থেকেও প্রচারকাজ চালানো হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বলেন, সরকার উন্নত দেশ হিসেবে সে সকল কার্যক্রম হাতে নিয়েছে তার মধ্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা প্রদান একটি গুরুত্বপূর্ণ। তাই উপজেলার সঠিক মানুষগুলো এই ভাতা পাই সেই জন্য আমরা প্রত্যেক ইউনিয়নে গিয়ে ফেয়ার ভাবে বাচাই করার জন্য এই প্রচারনা চালিয়ে যাচ্ছি।