বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষনা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার বলেছেন, গরু, ছাগল, ভেড়া, দেশী মুরগী সহ অন্যান্য গবাদী পশু পালন করে সকলেই স্বাবলম্বী হওয়া সম্ভব। কৃষি কাজের পাশাপাশি বাড়ীতে খামার তৈরি করে বিভিন্ন ধরনের পশু পালন করে বেকারত্ব দূর করা যায়। তিনি আরোও বলেন, স্বল্প পুঁজি ব্যায় করে গ্রামের প্রতিটি পরিবার দু’একটি করে গরু, ছাগল, ভেড়া বা দেশী মুরগী পালনে করে এবং তা বাজারে বিক্রি করলে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনা সম্ভব। এছাড়া এখন থেকেই যদি এলাকার বেকার যুবকরা বাড়িতে ছোট বড় একটি করে খামার তৈরি করে গরু, ছাগল, ভেড়া ও দেশীয় জাতের মুরগী পালন শুরু করে তাহলে এসব বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি সহ লাভবান হওয়াও সম্ভব। শনিবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদের গরু হৃষ্ঠ পুষ্ঠ করণ প্রযুক্তি, ছাগল ও ভেড়া পালন এবং দেশীয় জাতের মুরগী পালন বিষয়ক জনস্বাস্থ্য উন্নয়ন সংস্থার আয়োজনে খামারী/উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। সংস্থার চেয়ারম্যান কাওছার আলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ, ঢাকা প্রাণী উৎপাদন গবেষনার এসএসও বিপ্লব কুমার রায়, প্রশিক্ষণ পরিচালনা ও প্রযুক্তি বিভাগের পিএসও ড. নাসরিন সুলতানা, প্রশিক্ষণ পরিকল্পনা বিভাগের এসএসও ড. জিল্লুর রহমান, প্রাণী সম্পদ গবেষনা ইন্সটিটিউটের জুনিয়র ট্রেনিং সহকারি আব্দুল মোমিন প্রমূখ।