কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি, নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে লালমনিরহাটে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরে প্রবেশ করতে চাইলে পুলিশি বাঁধায় তা পন্ড হয়ে যায়।
শনিবার (০৮ ফেব্রুয়ারী) দুপুরে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ের সামনে সাবেক উপমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি থেকে এ বিক্ষোভ সমাবেশ করে।
লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি এ্যাড. ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা বিএনপির উপদেষ্টা মোশারফ হোসেন রানা, জেলা বিএনপির সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল, কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।
সমাবেশ শেষে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে বিশাল এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করতে গেলে কার্যালয়ের সামনেই পুলিশের বাঁধার মুখে পড়ে পন্ড হয়। পরে সেখানেই কর্মসুচির সমাপ্তি ঘোষনা করা হয়।