মোল্লাহাট অবসরপ্রাপ্ত পুলিশ কল্যাণ অ্যাসোসিয়েশন গঠিত হযেছে। বোয়ালিয়া সাগর ফিলিং ষ্টেশন প্রাঙ্গনে শনিবার এ এ্যেিসাসিয়েশ গঠন কল্পে উপজেলার অবসরপ্রাপ্ত সকল পুলিশ সদস্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে সর্বসম্মত সিদ্ধান্তে অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (পি.পি.এম) মোহাম্মাদ আলী সভাপতি, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক শেখ শোয়েব আলী সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (পি.পি.এম) সিকদার আক্কাস আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি কালিপদ বিশ্বাস ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জগন্নাথ চন্দ্র। এ ছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মিয়া, অবঃ পুলিশ কর্মকর্তা শামসুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা হানিফ ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান মিয়া প্রমূখ।