বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুন লাগায় দুই শতাধিক ঘর পুড়ে গেছে। খবর পেয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা অগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে টিঅ্যান্ডটি বস্তিতে আগুন লাগে। খুব অল্প সময়ের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শনিবার সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে আগুন লেগেছে তদন্ত ছাড়া বলা যাবে না।
ক্ষতিগ্রস্ত মালেক বলেন, ‘কিছুই নেই। সব পুড়ে কয়লা হয়ে গেছে। তবে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, ‘যদি গভীর রাতে আগুন লাগতো তাহলে কেউ বাঁচতো না।’
উল্লেখ্য, ভোরের আলো ফুটতেই পুড়ে যাওয়া ঘরগুলোতে কিছু টিকে আছে কিনা খোঁজ নিতে শুরু করে গৃহহীন মানুষেরা। এরমধ্যে পুড়ে কয়লা হওয়া টিনের ঘরের আসবাবপত্রের মধ্যে কোনো কিছু অক্ষত আছে কিনা তা খুঁজে ফিরছে শিশুরা। কিন্তু এখনও কেউ সহায়তা নিয়ে দাঁড়ায়নি। ফলে গৃহহীন মানুষেরা আহাজারি করছেন।