জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্ণীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত ৮ ফেব্রুয়ারী শনিবার দুপুরে শহরের শফি মিয়ার বাজার মোড় এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছর অতিক্রম করায় এই সমাবেশ করেছে দলটি।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাধারণ সম্পাদক অ্যাড. ওয়ারেছ আলী মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠণের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা অতিদ্রুত খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে।
দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিলে নিয়ে সমাবেশে যোগদেন।