শ্রীমঙ্গলে মশার কয়েল থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গেছে একটি বসতঘর। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ফায়ার সার্ভিসের লিডার মো. আবদুল আহাদ।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার উত্তরসুর গ্রামে মো. নামদার মিয়ার বসতঘরে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, ঘরের ভেতরে মা ও মেয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে আগুন দেখে দৌঁড়ে ঘর থেকে বাইরে চলে আসেন। পরে মা ও মেয়ের চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এসে আগুন নেভানোর কাজে সহায়তা করেন।
এসময় শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লিডার মো. আবদুল আহাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমকিভাবে মশার কয়েল থেকে ওই আগুনের সূত্রপাত বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আগুনে আসবাবপত্র, নগদ টাকাসহ সেমিপাকা টিনশেড ঘরটি পুড়ে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমান ৫ লাখ টাকা হবে।