বাগেরহাটের ফকিরহাটে সড়ক দূর্ঘটনায় মোঃ লিটু (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা নামক স্থানে প্রাইভেটকারের ধাক্কায় গুরুত্বর আহত হয় লিটু। পরে স্থানীয়রা উদ্ধার করে খূলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। লিটু বাগেরহাট উপজেলার মাঝিডাঙ্গা গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খুলনা-মাওয়া মহাসড়কের পাশে কাকডাঙ্গা নামক স্থানে গাড়ির জন্য দাড়িয়েছিল লিটু। এ সময় একটি মাইক্রো লিটুকে ধাক্কা দেয়। এতে লিটু গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় লিটুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।