দায়িত্ব পালনের সময় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান তন্ময় বিশ্বাসের (২৬) মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার সাবেকডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
তন্ময় বিশ্বাস খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামের হরিচন্দ্র বিশ্বাসের ছেলে এবং সে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন ম্যান (গ্রেড-২) পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বিদ্যুতের কাজ করার জন্য একটি পোলে ওঠে। সেখানে হঠাৎ করে ওই পোলের তারে বিদ্যুৎ সংযোগ চালু হওয়ায় সে বিদ্যুতায়িত হয়ে ছিটকে নিচে পড়ে যায়। উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাগেরহাট পল্লী বিদ্যুত সমিতির মহা ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন বলেন, একটি পোলে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান তন্ময় বিশ্বাস নিহত হয়েছেন। আমরা অফিসিয়াল সকল কার্যক্রম সম্পূর্ণ করার পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।