মুন্সীগঞ্জের গজারিয়ায় তেতৈতলাস্থ আনোয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রি কর্তৃক পরিবেশ দূষণ ও সরকারের ঘাট দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ (শুক্রবার) জুমার নামাজের পর পর বিক্ষোভ মিছিল নিয়ে আনোয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রির প্রধান ফটকের সামনে অবস্থান নেন মুসল্লিরা। তারা প্রায় একঘন্টা প্রধান ফটক আটকে বিক্ষোভ প্রদর্শন করেন পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আনোয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকৌশলে সরকারি জায়গাসহ বহু লোকের ব্যক্তি মালিকাধীন জমি জোর পূর্বক দখল করেছে। সম্প্রতি তারা জনগণের চলাচলের পথ ও সরকারি ঘাট দখল করে নিয়েছে।
মানববন্ধনে তার বক্তব্যে বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমিন প্রধান বলেন, আনোয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রির ফ্লাই এসে গ্রাম বাসীর শ্বাস নেয়া দায়, মেঘনা নদীও তাদের হাত থেকে রক্ষা পায়নি। আনোয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে পরিবেশ দূষণ করে আসছে। তাদের এই অপকর্মের বিরুদ্ধে এর আগেও এলাকাবাসী প্রতিবাদ করেছে। তবে সম্প্রতি কোম্পানিতে সকল এসব অপকর্ম আগের তুলনায় বেড়ে যাওয় বাধ্য হযয়ে পথে নেমেছেন তারা।