কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেলের যন্ত্রাংশ দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে পৌর শহরের গুনাইগাছ ব্রিজ সংলগ্ন স্মরণ এন্ড হিয়া-হিমু যন্ত্রবিতানে।
জানা গেছে, দোকানের মালিক হায়দার আলী প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত প্রায় ১১ টার দিকে দোকানের বিক্রি হিসাব করে ৬০ হাজার ৫০০ টাকা ও কিছু খুচরা এবং ছেড়া টাকার নোট ক্যাশ বাক্সে রেখে দোকান কর্মচারী ভাগনা মাঈদুল ইসলামসহ দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এরপর খাওয়া দাওয়া শেষে দোকান মালিক হায়দার আলী তার ভাগনা মাঈদুল ইসলাম কে দোকানে রাখতে গিয়ে দেখতে পান দোকানের পুর্ব দিকের সার্টার খুলে চোরের দল দোকানের ক্যাশে রাখা ৬০ হাজার ৫০০ টাকা এবং প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে স্মরণ এন্ড হিয়া-হিমু যন্ত্রবিতানের স্বত্বাধিকারী প্রভাষক হায়দার আলী বলেন, তিল তিল করে এই ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলাম। মেয়েদের কলেজে ভর্তির ব্যাপারে রংপুর এসেছি, ফিরে গিয়ে থানায় জিডি করব।