আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে এত উন্নয়ন কাজ করার পরও দুই সিটি নির্বাচনে ভোট কেন কম পড়লো, কেন ভোটারদের উদ্বুদ্ধ করা গেলো না। তা দেখতে হবে। শুধু মুজিব কোট লাগিয়ে জয়বাংলা শ্লোগান দিলে আগামীতে ভোট পাওয়া যাবে না। এখান থেকে শিক্ষা নিতে হবে। আগামীতে নির্বাচনে হলে আওয়ামী লীগ আবারো জয়লাভ করবে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আবদুস সাত্তার মিলনায়তনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে তৃণমুল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাসিম।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সভায় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সহ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।