কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কালা পানি খেয়া-ঘাট থেকে ৫৩০ পিচ ভারতীয় ইয়াবা জব্দ করেছে বিজিবি। বালিয়ামারী বিওপি সুত্রে জানা গেছে,বুধবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র গোয়েন্দা হাবিলদার আহসান হাবিব এর সহযোগিতায় সঙ্গীয় ফোর্স ভারতীয় ইয়াবা টেবলেট গুলো উদ্ধার করে। বালিয়ামারী বিজিবি কমান্ডার খলিলুর রহমান জানান,এ সময় মাদক কারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে চর রাজিবপুর থানায় বিজিবি বাদী হয়ে ২ জনকে পলাতক আসামী দিয়ে মামলা রুজু করেছে। চর রাজিবপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: গোলাম মোর্শেদ তালুকদার জানান, বিজিবি বৃহস্পতিবার সুজন (২৮) ও আনোয়ার হোসেন (৩৫) নামের জনকে আসামী করে মামলা করেছে।