ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নে কলারোয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াস্ট বিন তথা ময়লা-আবর্জনা ফেলার ঝুড়ি বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কলারোয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত মুজিববর্ষ তারুণ্যের ভাবনা অনুষ্ঠান শেষে ওয়াস্ট বিন বিতরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। সাতক্ষীরা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কলারোয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, কলারোয়া থানার কর্মকর্তা ইনচার্জ আলহাজ¦ শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন প্রমুখ। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ওয়াস্ট বিন তথা ময়লা-আবর্জনা ফেলার ঝুড়ি প্রদান করা হয়।