সাতক্ষীরার কলারোয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলী। উপ-সহকারী কৃষি কর্মকর্তা এড.শেখ কামাল রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.অমল কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলী ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন প্রমুখ। এ সময় প্রান্তিক কৃষকরাসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলী জানান-‘মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক উদ্যোগে কলারোয়া উপজেলায় ১হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ভূট্টা, গ্রীষ্মকালীন মুগ ও বসতবাড়িতে সবজি চাষের জন্য বীজ ও রাসায়নিক সার হিসেবে ডিএপি, এমওপি প্রদান করা হয়েছে। পাশাপাশি এগুলো পরিচর্যার জন্য কৃষকপ্রতি ৫’শ টাকা করে বিকাশ একাউন্টে টাকা প্রদান করা হয়েছে। তিনি আরো জানান- ৩’শ কৃষকের মাঝে ভূট্টা, ২’শ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন মুগ ও ৫’শ জন কৃষকের মাঝে বসতবাড়িতে সবজি চাষের বীজ বিতরণ করা হয়। ভূট্টা চাষে কৃষকপ্রতি ২কেজি ভূট্টার বীজ, ২০কেজি ডিএপি, ১০কেজি এমওপি ও মুগ চাষে কৃষকপ্রতি ৫কেজি মুগের বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি এবং বসতবাড়িতে সবজি চাষের জন্য কৃষকপ্রতি ২৯০ গ্রাম বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।