বগুড়ার ধুনট পৌর বিএনপির ৯টি ওয়ার্ড কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ধুনট পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়।
ধুনট পৌর বিএনপির আহ্বায়ক হায়দার আলী মন্ডলের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, ছানোয়ার হোসেন, সদস্য শাহাদত আলম মিলু, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলায়মান আলী, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ২নং ওয়ার্ডের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক ওসমান গণি, ৪নং ওয়ার্ডের সভাপতি জাহিদ মাষ্টার, ৫নং ওয়ার্ডের সভাপতি বাবলু শেখ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ৬নং ওয়ার্ডের সভাপতি আবদুল মোত্তালিব, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবদুস সালাম, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শামীম মন্ডল, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউনুস আলী, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবদুল বারিক প্রমূখ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলেও তাকে কোন উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে না আওয়ামী লীগ সরকার। তাই বক্তাগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জন্য প্রতিটি ওয়ার্ডে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান জানান।