বগুড়ার নন্দীগ্রামে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুর ১২ টায় উপজেলার রণবাঘা উচ্চবিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের সভাপতিত্বে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলেছুর রহমান মিন্টু, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গামা, প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল, সহকারী প্রধান শিক্ষক দেব দুলাল, সহকারী শিক্ষক জিয়াউল হক মুকুল ও মিনহাজুর রহমান হাবিব প্রমুখ।