বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের খান্দারস্থ বাইতুস সালাম জামে মসজিদে বগুড়া জেলা ইমাম মুয়াজ্বিন সমিতির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সমিতির সভাপতি বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের খতিব আলহাজ মুফতি মাও: আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপপরিচালক আলহাজ আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক অপারেশন হাসান আলী। উপস্থিত ছিলেন ঠনঠনিয়া নুরুল আলানুর সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ রাগেব হাসান ওসমানী,পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক মাও: মোস্তাকিম,সমিতির সাধারন সম্পাদক আলহাজ মাও: আবদুল জলিল,দক্ষিণ বগুড়া গোরস্থান ও ভাই পাগলা মাজার জামে মসজিদের খতিব আলহাজ আবদুস সালাম,মাও: আমজাদ হোসেন রাশেদী, মাও: আবু রাজী, মাও: ইউসুফ সাইফী, মাও: রবিউল ইসলাম, মাও: রুকন উদ্দিন,মাও: শাহীন রেজা,মাও: আবদুল মুমিন প্রমুখ। অনুষ্ঠানে দেড় শতাধিক ইমাম মুয়াজ্বিন ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শেষে দেশ জাঁতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।