বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর অভিযানে ভারতীয় নেশাজাতিয় ইনজেকশন এ্যম্পুল সহ কূখ্যাত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে সঞ্জু (৪৪) কে গ্রেপ্তার করা হয়েছে ।
রবিউল ইসলাম সঞ্জু বগুড়ার মাটিডালী ফকিরপাড়া গ্রামের মৃত মোস্তাফিজার রহমানের পুত্র।
ফাঁড়ী ইনচার্জ ইন্সপক্টের শফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টায় বগুড়া সদর থানাধীন মাটিডালী উচ্চবিদ্যালয় এর গেটের সামনে ফুটপাতের উপর থেকে সঞ্জু কে ১১০পিচ ভারতীয় নেশাজাতীয় এ্যাম্পল সহ আটক করে।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য বিশেষ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।