বগুড়ার সারিয়াকান্দিতে এক স্বরন সভায় কৃষি মন্ত্রী, ড, আবদুর রাজ্জাক বলেন, মরহুম সংসদ সদস্য আবদুল মান্নান ছিলেন বগুড়ার গর্বের সন্তান। আওয়ামী লীগের সাথে আবদুল মান্নানের রক্তের সম্পর্ক ছিল একই ভাবে তার সমপর্ক ছিল তার নির্বাচনী এলাকা সোনাতলা সারিয়াকান্দির মানুষ ও মাটির সাথে । মুক্তিযোদ্ধের চেতনায় সমাজ ব্যবস্থায় বগুড়া যে, সাংগঠনিক ক্ষমতা ছিল তার নিয়েই তিনি বগুড়াকে জয় করেছিলেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করেছিলেন।
মন্ত্রী বলেন, তিনিই প্রথম বঙ্গবন্ধু হত্যার স্মরণ সভা করেছিলেন। ছাত্রলীগের সকল কর্মকা-ে নেতৃত্ব তিনিই অত্যান্ত কঠিন সময় দিয়েছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে স্বাস্থ্য শিক্ষা, কৃষি সকল ক্ষেত্রে তার বিচরণ ছিলো তার । আপনারা এমন নেতা পেয়েছিলেন সকল ক্ষেত্রে উন্নয়ন করে বি,এন,পিকে বুঝিয়ে দিয়েছিল, সারিয়াকান্দিতে তিনিই ২৩শত ৩৫ কোটি টাকার উন্নয়ন করেছিল। আগামীতে ঐ পরিবারকে নিয়েই আমরা বাকী উন্নয়ন কর্মকা- চালিয়ে যাব।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় সারিয়াকান্দি স্থানীয় পাবলিক মাঠে মরহুম সংসদ সদস্য আবদুল মান্নানের স্মরণ সভা উপলক্ষে আয়োজিত এক সমাবেশে কৃষি মন্ত্রী, ড, আবদুর রাজ্জাক অতিথির বক্তব্যে উপর্যুক্ত বক্তব্য রাখেন ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান এর সভাপতিত্বে স্বরন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব -উল -আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সিরাজগঞ্জ ৩ আসনের এমপি ডা: আবদুল আজিজ, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, ডা: আওলাত হোসেন, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, এ্যাড: মন্তেজার রহমান মন্টু, কাজী বেলাল হোসেন, মামুনূল রশিদ হিমু, জাহিদুল ইসলাম রাজু। যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের মতিউর রহমান মতি, সিরাজুল ইসলাম এর সঞ্চালায়নে আরো বক্তব্য রাখেন এ্যামেরিকান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ড: সিদ্দিকুর রহমান, মরহুম আবদুল মান্নান এর সুযোগ্য পুত্র সাখাওয়াত হোসেন সজল, মমতাজুর রহমান মন্ডল প্রমুখ। স্মরণ সভার পূর্বে মরহুম সংসদ সদস্যের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।