যশোরের লেবুতলা ইউনিয়নের শর্শুনাদহ গ্রামের কলেজছাত্র নয়ন হত্যা মামলা পুনঃতদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন আদালত। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম চার্জশিটের উপর নারাজি আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, নয়ন খাজুরা সরকারি শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। প্রতিবেশী এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবার মেনে নিতে পারেনি। ফলে মেয়ের চাচা মাহাবুর রহমান তার ভাতিজীর সাথে সম্পর্ক না রাখার জন্য নয়নকে হুমকি দেন। ২০১৮ সালের ১৫ জুলাই রাতে খেলা দেখে বাড়িতে এসে খাওয়া করে নয়ন। এরপর একটি ফোনকল পেয়ে সে বেরিয়ে যায়। পরদিন সকালে বাড়ির পাশ থেকে নয়নের লাশ উদ্ধার হয়।
এ ব্যাপারে নিহত নয়নের পিতা শফিয়ার রহমান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন। আসমিরা হলো, শর্শুনাদহ গ্রামের মৃত আমজেদ তরফদারের ছেলে মাহবুর রহমান, আসির উদ্দিন তরফদারের স্ত্রী খুকুমনি ও মেয়ে রিয়া এবং ইমান আলী বিশ্বাসের ছেলে ই¯্রাফিল হোসেন।
মামলাটি প্রথমে কোতোয়ালি মডেল থানা এবং পরে সিআইডি পুলিশ তদন্ত করে। তদন্ত শেষে শুধু মাত্র ইসরাফিলকে অভিযুক্ত করে এবং অপর তিনজনকে অব্যাহতির আবেদন করা হয় চার্জশিটে। বাদী ওই চার্জশিটের উপর নারাজি আবেদন করেন আদালতে। বুধবার এ নারাজি আবেদনের শুনানি শেষে বিচারক পিবিআইকে মামলাটি ফের তদন্ত করার আদেশ দিয়েছেন।