বাকেরগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিসে হামলার ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার হলেও প্রকৃত অপরাধীরা এখনো অধরা রয়েছে। সরকারি এ দপ্তরে হামলার তিন দিন পেরিয়ে গেলেও ঘটনার সাথে জড়িত হামলাকারীরা এখনো রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। এক্ষেত্রে উপজেলা প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
জানা গেছে, সরকারিভাবে জনশুমারি ও গৃহগণনার জন্য পরিসংখ্যান অফিসের মাধ্যমে উপজেলাা ১৪ টি ইউনিয়ন ও পৌরসভায় ৩ শত কর্মী নিয়োগ দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুহাম্মদ গোলাম মোস্তফা অর্থের বিনিময়ে বিএনপি-জামায়াতের লোক নিয়োগ দিয়েছেন এই অভিযোগে গত ৪ ফ্রেব্রুয়ারী বেলা ১২ টায় উপজেলা পরিসংখ্যান অফিসে কতিপয় দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর করে চেইনম্যান শামসুজ্জামানকে রুমে তালাবদ্ধ করে রাখেন। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় গিয়ে তালা খুলে অবরুদ্ধ চেইনম্যানকে উদ্ধার করেন। ওই দিন রাতেই উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে ৪ ছাত্রলীগ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই মামলায় উল্লেখিত আসামী সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও যুগ্ম-সম্পাদক ইব্রাহিমকে আটক করেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া জানান, ঘটনার দিন বেলা ১১ টার সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভার মিটিয়ে অংশগ্রহণ করেন। প্রস্তুতি সভার মিটিং শেষে তিনি নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দোতলা থেকে নিচতলায় নেমে হামলার বিষয়টি জানতে পারেন। তিনি দাবি করেন, উপজেলা পরিসংখ্যান অফিসে হামলার সাথে তিনি বা ছাত্রলীগের কোন নেতা-কর্মী জড়িত নয়। ওইদিন কে বা কারা পরিসংখ্যান অফিসে হামলা করেছে তাদের সাথে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। অথচ এ হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন ও ইব্রাহিমকে পুলিশ আটক করেছে। হামলাকারী প্রকৃত অপরাধীদের আড়াল করতে একটি কুচক্রী মহল উপজেলা প্রশাসনকে ভুল বুঝিয়ে হামলার দায়দায়িত্ব ছাত্রলীগের উপর বর্তাতে চায়। তিনি অবিলম্বে আটক ছাত্রলীগ নেতাদের মুক্তি দাবি করে তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় নেয়ার দাবি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্বস্ত সূত্র জানায়, কতিপয় মাদকসেবী বখাটে পরিসংখ্যাণ অফিসে হামলা ও ভাংচুর করে। ছাত্রলীগের কোন নেতা এ হামলার সাথে সংশ্লিষ্ট নয। নিজেদের ব্যর্থতা আড়াল করতে উপজেলা প্রশাসন তড়িগরি করে ছাত্রলীগের ৪ নেতার নামে মামলা করে প্রকৃত অপরাধীদের বাঁচাতে সহায়তা করেছেন। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শামসুল আম চুন্ন বলেন, পরিসংখ্যাণ অফিসে হামলার সময় দিন ঢাকায় ছিলেন। গতকাল বৃহস্পতিবার তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আলোচনা করেছেন। হামলাকারী কাউকেই ছাড় দেয়া হবেনা। তবে নিরীহ লোক লোককে এ ঘটনায় হয়রানীর বিপক্ষে তিনি। আটক ছাত্রলীগ নেতারা ঘটনার সাথে জড়িত না থাকলে তাদের মুক্তিতে সহায়তা করা হবে। তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুজে বের করে গ্রেফতার করে শাস্তি দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। সুশিল সমাজের নেতৃবৃন্দ অবিলম্বে তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।