বাগেরহাটে জেলা পর্যায়ে পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেব প্রসাদ পাল। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহিনুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ মোজাফফর হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলিমুজ্জামান মিলন, ফাতেহাতুজ্জজোহরা, আতিয়া প্রমুখ।
সেমিনারে বাগেরহাটের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশ নেয়। সেমিনারে বৈশি^ক জলবায়ু পরিবর্তনের কারণ, পরিবর্তনের ফলাফল ও বাংলাদেশে এর প্রভাব নিয়ে আলোচনা করেন বক্তারা। শিক্ষার্থীরা জলবায়ু পরির্বতন বিষয়ক প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন।