নগরীর ২২ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোড ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে একশ’ পিস ইয়াবাসহ শাকিল হাওলাদার (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগর গোয়েন্দা পুলিশ কর্তৃক প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে গোয়েন্দা পুলিশের এসআই হেলালুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক শাকিল ঝালকাঠীর রাজাপুরের পুটিয়াখালীর নিমতলা এলাকার মোস্তফা হাওলাদারের পুত্র। সে দীর্ঘদিন থেকে নগরীর বটতলা পাসপোর্ট গলির একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে মাদকের ব্যবসা করে আসছিলো। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।