কমিউনিটি স্বাস্থ্য সেবায় স্থানীয় সরকার ও জন সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় এবং অভিজ্ঞতা বিষয়ক সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মানব সম্পদ শাখার আয়োজনে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ হাবিবুর রহমান খান। সভায় কমিউনিটি ক্লিনিকে ইউপি চেয়ারম্যানদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত বরিশাল জেলার ডিজিটালখ্যাত গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।