ধামইরহাটে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগির উদ্বোধন করা হয়েছে। ০৬ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৩ টায় ধামইরহাট থানা পুলিশের সার্বিক তত্বাবধানে অফিসার ইনচার্জ মো. শামীম হাসান সরদারের সভাপতিত্বে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম, থানার সেকেন্ড অফিসার মহসীন আলী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও অনুষ্ঠানের সঞ্চালক সাবুবুর রহমান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক অরিন্দম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। ১ম দিনের উদ্বোধনী খেলায় কাজীপুর উচ্চ বিদ্যালয় ও ইসবপুর উচ্চ বিদ্যালয়ে পুরুষ খেলোয়াড় ও ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় ও আগ্রাদ্বিগুন বালিকা বিদ্যালয়ের নারী খেলোয়াড়দের খেলা অনুষ্ঠিত হয়। ধামমইরহাট থানার ওসি শামীম হাসান সরদার জানান, “মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ তথা নওগাঁ জেলা পুলিশ বাহিনীর উদ্যোগে আমরা উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল মাধ্যমিক বিদ্যালয়ের ছেলে-মেয়েদের পৃথক খেলা আয়োজন করেছি, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।”