আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আন্দোলন মানেই জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে বিএনপি আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে। এদিকে চলতি বছর ঢাকার দুই সিটি নির্বাচনে তাদের হামলার আশঙ্কায় ভোটার উপস্থিতি ছিল কম। ভোটাররা কেন্দ্রে আসেননি। তবে উপমহাদেশের মানদ-ে এই দুই সিটিতে সবচেয়ে ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির কাজ হচ্ছে সমালোচনা করা। ইভিএম নিয়ে বিএনপির সমালোচনার শেষ নেই। ইভিএমে ভোট কারচুপি তো দূরের কথা, আঙুলের ছাপ না মিললেও ভোট দেওয়ার সুযোগ নেই। স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারসহ জাতীয় পর্যায়ের কয়েকজন নেতার আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে সমস্যায় পড়তে হয়েছে। এরপরও বিএনপি সমালোচনা করেই যাচ্ছে। তারা সব সময় প্রযুক্তির বিরুদ্ধে। তাছাড়া ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট হওয়ার কারণে এখন আর কোনো দলেরই পোলিং এজেন্ট দরকার হওয়ার কথা না। ইভিএম নিজেই পোলিং এজেন্ট হিসেবে কাজ করে।’
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘২০১৪ সালের পর বিএনপির যেসব নেতাকর্মী পিঠ বাঁচানোর জন্য আমাদের দলে এসেছেন, তারা যেন কোনোক্রমেই দলীয় পদ না পান। আর যারা পদে রয়েছেন তাদের বাদ দিতে হবে। এছাড়াও গত নির্বাচনগুলোতে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তাদেরও কোনো ইউনিটের সভাপতি-সম্পাদকের পদ দেওয়া যাবে না বলেও নির্দেশনা দেন।’
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয়) এসএম কামাল হোসেনসহ রাজশাহীর সংসদ সদস্য, জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের নেতারা।