নওগাঁর মান্দায় মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে এ প্রতিযোগিতার উদ্বোধন করে উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন। নওগাঁ জেলা পুলিশের আয়োজনে মান্দা মমিন শাহানা সরকারি কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম, মান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, মান্দা মমিন শাহানা সরকারি কলেজ অধ্যক্ষ বেদারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ।
সংশ্লিস্ট সুত্র জানান, উদ্বোধনী খেলায় উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্যে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ছোটমুল্লুক বালিকা উচ্চবিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।