শ্যামনগরের শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। ৬ ফেব্রুয়ারী ভোর রাতে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক হাফিজুর শ্যামনগর উপজেলা সদরের গোপালপুর গ্রামের মৃত আবদুল হামিদ সরদারের ছেলে।
তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, চুরি ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে শ্যামনগর থানায় ১২টি মামলা রয়েছে রয়েছে বলে শ্যামনগর থানা পুলিশ নিশ্চিত করেছে।
শ্যামনগর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ নাজমুল হুদা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন আলম জানিয়েছে একটি ধর্ষণ মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে বুধবার ভোর রাতে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জনায় শ্যামনগর থানার কর্মকর্তা ইনচার্জ।
জানা গেছে সম্প্রতি কৈখালী এলাকার এক স্কুল ছাত্রীকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গোপালপুর এলাকার সৌদি প্রবাসী জনৈক রনজু মিয়ার বাড়িতে কয়েকদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। এঘটনার পর থেকে হাফিজুর এবং তার প্রধান সহযোগী মোস্তফা গাজী ওরফে মোস্তফা আত্মগোপনে চলে যায়।
নির্ভরযোগ্য একাধিক সুত্র জানিয়েছে প্রায় দুই মাস পুর্বে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি এবং এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রনের অভিযোগ ওঠার পরপরই মোস্তফা ভারতে পাড়ি দিলেও হাফিজুর গা ঢাকা দিয়ে এলাকায় অবস্থান করছিল।
অভিযোগ রয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান শাহাজালাল নামের এক যুবককে কয়েক মাস পুর্বে মারধরের পর মৃত ভেবে হরিনগর মালঞ্চ নদীর চরে ফেলে রেখে আসে। এঘটনার কিছদিন আগে ঠিকাদার আশেক এলাহী মুন্নাকে হায়বাদপুর এলাকা থেকে অপহরণ করে শাররীক নির্যাতনের পর পুলিশের হাতে উঠিয়ে দেয়। গত ঈদ উল আযহার পরের দিন সে অ্যাডভোকেট মাসুদুল আলম দোহাকে চন্ডিপুর এলাকার রাস্তার উপর ফেলে বেধড়ক মারপিট করে ঐ দৃশ্যের ভিডিও চিত্র ধারণ করে।
এছাড়া পুলিশের সোর্স হিসেবে কর্মরত কোহিনুর, মাসুদসহ সীমান্তবর্তী এলাকার একাধিক ব্যক্তির মাধ্যমে ভারত থেকে চোরাই পথে গরু ও মাদকদ্রব্য আনিয়ে হাফিজুর ও তার সহযোগী মোস্তফা গোটা উপজেলাজুড়ে মাদকদ্রব্য সরবরাহ করে বলেও অভিযোগ রয়েছে।
ইতিপুর্বে ছাত্রলীগ সভাপতি থাকার সময়ে ইয়াবা সেবনরত অবস্তার ছবি ফেসবুকে দিয়ে ব্যাপক সমালোচনার শিকার হাফিজুরের প্রধান সহযোগী মোস্তফাকে সম্প্রতি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে অব্যাহতি দেয়া হয় মাদক সেবনের ছবি পত্র-পত্রিকায় ছাপার পর।
খুলনার সোনাযাঙা থানাসহ দেশের আরও কয়েকটি থানায় হাফিজুরের বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা রয়েছে বলেও একাধিক সুত্রে জানা গেছে।