নিয়ামতপুরে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগীতা শুরু হয়েছে। বৃহস্পতিবার নিয়ামতপুর সরকারী বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহাম্মেদ। হাইস্কুল মাঠের ইনডোরে বালিকাদের ও আউটডোর বালকদের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। জেলা পুলিশ নওগাঁ’র উদ্যোগে নিয়ামতপুর থানা পুলিশ এ প্রতিযোগিতার আয়োজন করে।
দেশের জাতীয় খেলা কাবাডিকে সর্বক্ষেত্রেই জনপ্রিয় করতে থানা চত্বর থেকে শিক্ষক-শিক্ষার্থী, খেলোয়াড় ও পুলিশের অংশগ্রহনে একটি র্যালী বের হয়ে তা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে হাইস্কুল মাঠের উদ্বোধনী সভায় মিলিত হয়।
অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম।
খেলায় বালকের ১০ টি এবং বালিকার ১০ দল অংশগ্রহণ করে। উদ্বোধনী বালকদের খেলায় প্রতিদ্বন্দিতা করে নিয়ামতপুর আলিম মাদ্রাসা বনাম বামইন উচ্চবিদ্যালয় ও কলেজ এবং বালিকাদের খেলায় নিয়ামতপুর সরকারী বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় ও নিয়ামতপুর বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ।