মোল্লাহাটে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি-২০১৯-২০ মৌসুমে বিনামূল্যে শীতকালীন/গ্রীষ্মকালীন চাষের জন্য বিভিন্ন ফসল ও সবজী বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থ বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে ওই উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সাংবাদিক শেখ শাহিনুর ইসলাম শাহিনসহ কৃষক/কৃষাণী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস।