রাজশাহী পুঠিয়ায় উপজেলা হাসপাতালে চিকিৎসকরা নি¤œমানের কোম্পানির ওষুধ রোগীদের লিখার অভিযোগ উঠেছে। চিকিৎসকরা আগে থেকে ওষুধ বিক্রির প্রতিনিধি সঙ্গে মোটা অংকের মাসিকচুক্তি করে রেখেছেন। যার কারণে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা নি¤œমানের কোম্পানির ওষুধ কিনতে বাধ্য হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, পুঠিয়া হাসপাতালটি ঢাকা-রাজশাহী মহাসড়কের পার্শ্বে অবস্থিত। এটি একটি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। এই হাসপাতালটি কয়েকটি উপজেলার মিলন স্থলে অবস্থিত। তাই এখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসেন। সরকারি নিয়যায়ী হাসপাতালে ২৮জন চিকিৎসক থাকার নিয়ম রয়েছে। কিন্তু রোগী অনুযায়ী হাসপাতালে চিকিৎসক রয়েছে অতি সামান্য পরিমাণে। কাকডাকা ভোর থেকে হাসপাতালের আশপাশে এবং ভেতরে অধশতাধিক ওষুধ বিক্রির প্রতিনিধিরা অবস্থান করে। হাসপাতালের রোগীদের চিকিৎসা করা অবস্থায় তাদের কক্ষে দেখা যায়। কেউ বা চিকিৎসকদের দরজার সামনে থেকে রোগীদের ব্যবস্থাপত্র দেখছেন। কারণ, চিকিৎসকদের প্রতি মাসে নি¤œমানের কোম্পানিগুলো মোটা অংকের টাকা দিয়ে থাকেন। রোগীরা একদিকে অর্থ অপচয় হচ্ছে। অপর দিকে তারা দিনের পর দিন একই রোগ নিয়ে চিকিৎসকদের কাছে ধরণা দিচ্ছেন। রোগীরা নিম্নমানের ওষুধ খেয়ে আশানুরূপ ফল পাচ্ছে না বলে একাধিক অভিযোগ আছে। এদিকে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সংকট রয়েছে দীর্ঘদিন ধরে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে এবং প্রাইভেট ক্লিনিকের চিকিৎসকদের বিরুদ্ধে একই অভিযোগ রয়েছে। তারা মাসিকচুক্তি ছাড়া কোনো কোম্পানির ওষুধ ব্যবস্থাপত্রে লিখেন না। নি¤œমানের কোম্পানির ওষুধ যখন কাজ করে না। তখন বাধ্য হয়ে মাঝেমধ্যে চিকিৎসকরা ভালো কোম্পানির ওষুধ লিখতে দেখা যায়। যে ওষুধগুলি রোগীর শরীরের কোনো প্রয়োজন নেই। সে ওষুধগুলি শুধুমাত্র মাসিকচুক্তির জন্য, অখ্যাত বেশ কিছু ক্যালসিয়াম,ভিটামিন ওধুষ চিকিৎসকরা রোগীদের হড়হামেশা লিখতে দেখা যাচ্ছে। যা রোগীদে কোনো উপকারে আসছে না। এলাকার সুধী ব্যক্তিদের অভিমত, কিছু চিকিৎসক বর্তমানে টাকা আয় করা জন্য অসুস্থ প্রতিযোগিতায় নিমেছে। যার শিকার হচ্ছেন, এলাকার হতদরিদ্র জনগষ্ঠি অসহায় মানুষগুলি। এলাকার বৃত্তবানরা নিরুপাই হয়ে উন্নত চিকিৎসার আশায় পার্শ্ববর্তী দেশে পাড়ি জমাচ্ছেন। এতে করে দেশের প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ চলে যাচ্ছে দেশের বাহিরে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমা আখতার বলেন, বিশেষজ্ঞ ডাক্তারের স্বল্পতার কথা স্বীকার করে বলেন, কোনো ডাক্তার নি¤œমানের কোম্পানির ওধুষ লিখলে থাকেন। আর যদি প্রমাণ পাওয়া যায়। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।