মুলাদীতে কথিত নিখোঁজ বৃদ্ধা মেহেরুন্নেছাকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল ৩টার দিকে মুলাদী থানা পুলিশ উপজেলার বাটামারা ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামের আলতাফ ফকিরের বাড়িতে বৃদ্ধা মেহেরুন্নেছাকে তার পাশ্ববর্তী ঘর থেকে উদ্ধার করে। মুলাদী থানার কর্মকর্তা ইনচার্জ ফয়েজ উদ্দীন জানান গত ৩১ জানুয়ারি বেলা ১২টার দিকে মুজাম খানের ছেলে মোখলেছ খানকে হত্যার পরে আলতাফ ফকির ও তার লোকজন বৃদ্ধা মেহেরুন্নেছাকে লুকিয়ে রেখে নিখোঁজের জিডি করতে আসে। ওই সময় সন্দেহ হওয়ায় গোপন নজরদারির ভিত্তিতে ওই বাড়ি থেকে মেহেরুন্নেছাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বয়স্ক মহিলা হওয়ায় মেহেরুন্নেছা ও তার স্বজনদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।